Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হাইজাদী ইউনিয়ন

হাইজাদী ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ । অত্র ইউনিয়নের উত্তরে ফতেপুর ইউনিয়ন, দক্ষিনে সোনার গাঁ উপজেলা, পশ্চিমে ব্রাহ্মন্দী ইউনিয়ন এবং পূর্বে উচিতপুরা ইউনিয়ন। এটি ৩১.০৮ কিমি২  (১২.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০২২ সালের জনশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় ২৯,৬৮৯ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৪২টি ও মৌজার সংখ্যা ২২ টি। গ্রামগুলো যথাক্রমেঃ

 ১। নারান্দী, ২। সুলতানসাদী, ৩। তিলচন্দী, ৪। কাহিন্দী, ৫। রামনগর, ৬। দড়ি সিংগারপুর, ৭। খন্দকার কলাগাছিয়া, ৮। কলাগাছিয়া, ৯। নগরজোয়ার, ১০। নয়াপাড়া, ১১। বল্লভদী, ১২। বল্লভদী কান্দা, ১৩। হাইজাদী, ১৪। শালমদী, ১৫। টোটারবাগ, ১৬। আপরদী, ১৭। ছোট শালমদী, ১৮। সিংহদী কান্দা, ১৯। উদয়দী, ২০। আতাদী, ২১। দরিয়াবাদ, ২২। রাইনাদী, ২৩। পূর্ব সরাবদী, ২৪। পশ্চিম সরাবদী, ২৫। ধন্দী, ২৬। পাড়া মনোহরদী, ২৭। ভিটি কামালদী, ২৮। বারআনী, ২৯। বড়ইকান্দী, ৩০। সেন্দী, ৩১। সেন্দী হাজী বাড়ি, ৩২। সিংহদী, ৩৩। আশারামপুর, ৩৪। ইলমদী, ৩৫। ইলমদী কান্দাপাড়া, ৩৬। খন্দকারকান্দী, ৩৭। মাধবদী, ৩৮। দলদী, ৩৯। দলদী কান্দা, ৪০। সাইজাদী, ৪১। গদাধরদী ও ৪২। চন্ডিবরদী।

ইউনিয়নের প্রধান তথ্যসমূহঃ

                (ক) ইউনিয়নের আয়তন – ৩১.০৮ কিমি২  (১২.০০ বর্গমাইল)

                (খ) জমির পরিমান – ৩৬২৭.২১ একর

                (গ) জনসংখ্যা – ২৯৬৮৯ জন  

               (ঘ) স্বাক্ষরতার হার – ৮৩.২%

               (ঙ) মুক্তিযোদ্ধাদের সংখ্যা- ৪১ জন । ( মৃত্যুবরণ করেছেন ১৪ জন, বর্তমানে জীবিত আছেন ২৭ জন)

               (চ) বিভিন্ন ভাতাভোগী- বয়স্ক ভাতাভোগী ৮৬০ জন, বিধবা ভাতাভোগী ২৪৯ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ৩৩০ জন, মাতৃত্ব ভাতাভোগী

                     ৫৭ জন ( বর্তমান উপকারভোগী)

               (ছ) ইউনিয়ন কিসের জন্য বিখ্যাত- কাঠের ফার্ণিচার তৈরি (তিলচন্দী বাজার এলাকা) , সবজি চাষের জন্য বিখ্যত (উল্লেখ্য যে, অত্র ইউনিয়নে উৎপাদিত সবজি

                   বিদেশেও রপ্তানি করা হয়।)

              (জ) শিক্ষা প্রতিষ্ঠান – সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০ টি , উচ্চ বিদ্যালয় ০২ টি, দাখিল মাদ্রাসা ০১ টি, মাদ্রাসা ১১ টি

              (ঝ) খেলার মাঠ – কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ

              (ঞ) নদ-নদীর তথ্য – ব্রহ্মপুত্র নদীর শাখা প্রবাহিত হয়েছে

             (ট) বিনোদন কেন্দ্র/দর্শনীয় স্থান – কাহিন্দী হযরত গরীবউল্লাহ শাহ এর মাজার শরীফ ।

             (ঠ) ধর্মীয় প্রতিষ্ঠান – মসজিদ ৭৩ টি, মন্দির ০১ টি

             (ড) সাংস্কৃতিক গোষ্ঠী – নাই

              (ঢ) হাট বাজারের তথ্য – ০৩ টি বাজার যথাক্রমে ১। তিলচন্দী বাজার  ২। সিংহদী বাজার ও ৩। ইলমদী বাজার