Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১. 


বেনজীর আহমদ (১৯০৩-১৯৮৩)

কবি, লেখক ও সাংবাদিক বেনজীর আহমদ অত্র হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামে ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। যুবক বয়সে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে গ্রেফতার হন। ১৯৬২ সালের ২৮ এপ্রিল মৌলিক গনতান্ত্রিক প্রথায় ঢাকা-৬ আসন থেকে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তার সাংবাদিক জীবন শুরু হয় মাসিক সাহিত্যপত্র নওরোজ সম্পাদনা ও প্রকাশনার মাধ্যমে। পরে তিনি দৈনিক আজাদ ও দৈনিক নবযুগ পত্রিকায়ও সাংবাদিকতা করেন।  সাহিত্যচর্চার ক্ষেত্রে তিনি মূলত নজরুল ঘরনার লেখক ছিলেন। তার বিভিন্ন লেখা বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বৈশাখী ও বন্দীর বাশি এবং প্রবন্ধ ইসলাম ও কম্যুনিজম উল্লেখযোগ্য। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং  ১৯৭৯ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি ১৯৮৩ সালের ১২ ফেব্রুয়ারী মৃত্যুবরন করেন।


২. 

 

গৌতম চন্দ্র পাল

জন্মগ্রহণ করেন ১৯৭৩ সালের ১লা জানুয়ারী তারিখে রাইনাদী গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। 

বর্তমানে তিনি  সড়ক পরিবহণ ও যোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন।